সিটিজি বাংলা:
চট্টগ্রাম নগরীর খাতুনগঞ্জে বনানী আবাসিক হোটেলে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২১ জন যুবক যুবতীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
২৭ জুন বুধবার বিকালে ডিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃতরা সবাই নারী পাচারকারী, পতিতা ও খদ্দের বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল ২৬ জুন মঙ্গলবার রাত পৌনে ১১টায় খাতুনগঞ্জ রোড়ে অবস্থিত ওই আবাসিক হোটেলের ৩য় ও ৪র্থ তলায় এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নগর ডিবির অতিঃ উপ-পুলিশ কমিশনার অলক বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গোপন খবরের ভিক্তিতে কোতোয়ালী থানাধীন ৫১ খাতুনগঞ্জ রোডস্থ বনানী আবাসিক হোটেল এর ৩য় ও ৪র্থ তলায় অভিযান পরিচালনা করে নারী ব্যবসায়ী, পতিতা ও খদ্দের সহ ২১ জনকে আটক করা হয়েছে।
এ ব্যাপারে আটককৃত পলাতক আসামী ও পতিতাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
আটক আসামিরা জিজ্ঞাসাবাদে জানায়, পলাতক আসামীদের সহায়তায় নারী পতিতা সংগ্রহ করে অবৈধভাবে হোটেলের বিভিন্ন কক্ষে রেখে নারী পাচার ও পতিতাবৃত্তির ব্যবসা করে আসছিল দীর্ঘ দিন ধরে এই চক্রটি।