সিটিজি বাংলাঃ
শেষ হল রাশিয়া বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের লড়াই। ৪৮ ম্যাচ শেষ। বিদায় নিয়েছে ১৬ দেশ। এবার নকআউট পর্ব। একেবার সহজ সমীকরণ-হেরে গেলে বিদায়।
জিতলে সোজা কোয়ার্টার ফাইনালে। ৯০ মিনিটেও ফল না আসলে খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। শুক্রবার একদিন বিরতি। তারপরই আবার ব্যস্ত হয়ে উঠবে গ্রেটেস্ট শো অার্থের মাঠ। প্রথমই দিনই পরীক্ষা আর্জেন্টিনার। দুইবারের চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ আরেক ফেভারিট ফ্রান্স। একইদিন আরেক ম্যাচে উরুগুয়ে লড়বে পর্তুগালের সঙ্গে।
৩ জুলাই ইংল্যান্ড-কলম্বিয়া ম্যাচে শেষ দ্বিতীয় রাউন্ডের খেলা।
চলুন এবার দেখে নেই দ্বিতীয় রাউন্ডে কে কার মুখোমুখি
তারিখ সময় ম্যাচ ভেন্যু
৩০ জুন রাত ৮টা ফ্রান্স-আর্জেন্টিনা কাজান এরিনা,
৩০ জুন রাত ১২টা উরুগুয়ে-পর্তুগাল ফিস্ট স্টেডিয়াম,
১ জুলাই রাত ৮টা স্পেন-রাশিয়া লুঝনিকি স্টেডিয়াম,
১ জুলাই রাত ১২টা ক্রোয়েশিয়া-ডেনমার্ক নিঝনি নভগোরদ,
২ জুলাই রাত ৮টা ব্রাজিল-মেক্সিকো সামারা এরিনা
২ জুলাই রাত ১২টা বেলজিয়াম-জাপান রোস্তভ এরিনা
৩ জুলাই রাত ৮টা সুইডেন-সুইজারল্যান্ড সেন্ট পিটার্সবার্গ
৩ জুলাই রাত ১২টা ইংল্যান্ড-কলম্বিয়া স্পার্টাক স্টেডিয়াম।