সিটিজি বাংলা, বাঁশখালী প্রতিনিধি:
চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার সমুদ্র তীরবর্তী সরল এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩০ জুন শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়েছে জানিয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন হীরা বলেন, স্থানীয়দের খবর দিলে বাঁশখালী উপজেলার সমুদ্র তীরবর্তী সরল এলাকা থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, নিহতের ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (ছয়েক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।।