সিটিজি বাংলাঃ
নিরাপদ সড়কের দাবিতে চলমান ছাত্র আন্দোলন, গুজব ও মিডিয়ার ভূমিকা নিয়ে ব্যক্তিগত টাইমলাইনে খোলাখুলি আলোচনা করেছেন চলচিত্র ও নাট্য নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। নিচে সিটিজি বাংলা টুয়েন্টিফোর ডটকম এর পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলঃ
সরকারের ভাইয়েরা, রাজপথে আপনাদের মধ্যে যে অতি উৎসাহীরা আক্রমণ করতেছে তাদেরেকে থামান, পুলিশ দিয়া ধরান। এই কাজ করে মানুষের দিল থেকে খারিজ হয়ে যাবেন কিন্তু। কালকে মন্ত্রী মশায় এদের ভিলেন বানানোর চেষ্টা করছে, কাজ হয় নাই। মারপিটেও কাজ হবে না!
সুতরাং বাচ্চাদের সাথে বসেন। বসে এটার একটা সুরাহা করেন। এমন কিছু করেন যাতে ছেলেমেয়েরা বোঝে তাদের রক্ত কাজে লাগছে। গোঁ ধরে থাকবেন না, প্লিজ।
আর প্রথম আলোকে ধন্যবাদ সত্য তুলে আনার জন্য। ঝিগাতলায় ছাত্র-ছাত্রীদের উপর আক্রমণ হইছে, সত্য। খুন-রেপের ব্যাপারটা গুজব। দয়া করে গুজব ছড়াইবেন না। এবং মিডিয়া একটু এ্যাকটিভ হন যাতে গুজব ডালপালা গজাইতে না পারে। সত্য যা ঘটছে, তা তুলে ধরেন।