আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারায় হযরত চারপীর আউলিয়া (রহ.) সিনিয়র মাদ্রাসার ওরশ ও মাহফিল পরিচালনা কমিটির উদ্যোগে দক্ষিণ বন্দর হযরত মৌ. শাহ্ সুফী ছৈয়দ আছহাব উদ্দিন (রহ.) ১২০ তম বার্ষিকী উপলক্ষ্যে গত শনিবার রাতে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চারপীর আউলিয়া (রহ.) সিনিয়র মাদ্রাসার শিক্ষক ও মাহফিল পরিচালনা কমিটির সম্মন্বয়ক খাদেম মোহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মোহাম্মদ শাহেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুতুব শরীফ দরবারের যুগ্ম পরিচালক ও আশেকানে গাউছে মোখ্তার যুব কমিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাহাজাদা শাহ্ আবদুল করিম আল কুতুবী আল আজমী, প্রধান ওয়ায়েজ ছিকন খলিফা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মৌ. হাফেজ আহমদ আলকাদেরী, বিশেষ ওয়ায়েজ বোয়ালখালী খিতাপচর আজিজিয়া মাবুদিয়া সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মৌ. মুহাম্মদ গোলম হোসেন, বড়উঠান গাউছিয়া হাশেমীয়া সুন্নিয়া মাদ্রাসার পরিচালক মৌ. ইলিয়াছ আজম নুরী, বিশেষ অতিথিদের মাঝে বক্তব্য রাখেন, উত্তর বন্দর গাউছিয়া হাশেমীয়া সুন্নিয়া মাদ্রাসার পরিচালক মৌ. মনির আহমদ আনোয়ারী, আশেকানে গাউছে মোখ্তার যুব কমিটি বাংলাদেশ আনোয়ারা উপজেলার সভাপতি ও শাহ্ মোহছেন আউলিয়া তৈয়্যবিয়া গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রধান অধ্যক্ষ কাজী মৌ. জাকের হোসাইন আনছারী, আশেকানে গাউছে মোখ্তার যুব কমিটি বাংলাদেশ বৈরাগ ইউনিয়নের সভাপতি মৌ. ইদ্রিছ আলকাদেরী, চারপীর আউলিয়া (রহ.) সিনিয়র মাদ্রাসার শিক্ষক মৌ. মোবারক হোসেন, ধর্মীয় শিক্ষক মৌ. ছাবের আহমদ, দক্ষিণ বন্দর আজিজিয়া তৈয়্যবিয়া কামালিয়া হেফজখানার প্রতিষ্ঠাতা মৌ. কামাল উদ্দিন আলকাদেরী প্রমূখ।